যে ২৫ টি পাসওয়ার্ড ব্যবহারে আপনি হ্যাক হতে পারেন।

যে ২৫ টি পাসওয়ার্ড ব্যবহারে আপনি হ্যাক হতে পারেন।
আজ আপনাদের পাসওয়ার্ড সম্পর্কিত কিছু তথ্য দিতে চাই। আমরা সর্বদা আমাদের বিভিন্ন একাউন্ট সুরক্ষার জন্য বিভিন্ন রকম পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু মাঝে মাঝে আমরা কিছু সহজ পাসওয়ার্ড ব্যবহার করেরে থাকি মনে রাখার জন্য যা কিনা হাজারও মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন।
পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসপ্ল্যাশডাটা গত বছরের সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা ২৫টি পাসওয়ার্ড গত বছর সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। এই পাসওয়ার্ডগুলো ব্যবহার করতে নিষেধ করেছেন গবেষকেরা।
এসপ্ল্যাশডাটার গবেষকেরা বলেছেন, তাঁরা গত বছর ফাঁস হওয়া পাসওয়ার্ডের মধ্যে থেকে ২০ লাখ পাসওয়ার্ড নিয়ে গবেষণা করে দেখেছে বরাবরেই মতো ‘১২৩৪৫৬’ ও ‘পাসওয়ার্ড’ শব্দটি পাসওয়ার্ড হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। গবেষকেরা বলছেন, এই দুটি পাসওয়ার্ড ব্যবহার সবচেয়ে বিপজ্জনক।

এসপ্ল্যাশডাটার গবেষকেরা বলছেন, তাঁদের তালিকায় যে ২৫টি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এর মধ্যে যদি কারও পাসওয়ার্ড থেকে থাকে, তবে তা জরুরিভিত্তিতে বদলে ফেলা উচিত। এতে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। গবেষকেদের ভাষ্য, পাসওয়ার্ড কমপক্ষে ৮ অক্ষরের ও জটিল হওয়া উচিত। অক্ষর, সংখ্যা, চিহ্ন মিলিয়ে একেক ওয়েবসাইটের জন্য একেকরকম পাসওয়ার্ড হওয়া উচিত।
জনপ্রিয় ২৫ পাসওয়ার্ডঃ-
1. 123456
2. password
3. 12345678
4. qwerty
5. 12345
6. 123456789
7. football
8. 1234
9. 1234567
10. baseball
11. welcome
12. 1234567890
13. abc123
14. 111111
15. 1qaz2wsx
16. dragon
17. master
18. monkey
19. letmein
20. login
21. princess
22. qwertyuiop
23. solo
24. passw0rd
25. starwars
 

কি করবেন মাইক্রোসফট অফিস All Proggram এর তালিকা থেকে হারিয়ে গেলে?

কি করবেন মাইক্রোসফট অফিস All Proggram এর তালিকা থেকে হারিয়ে গেলে?

আমরা প্রতিদিনের বিভিন্ন কাজে মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় আমাদের অসর্তকতার কারণে মাইক্রোসফট অফিস বা অন্য কোন প্রোগ্রাম All Proggram এর তালিকা থেকে হারিয়ে যায়। আমরা কন্ট্রোল প্যানেলে হয়ত দেখতে পাই সফটওয়্যারটি ইনস্টল করা আছে কিন্তু All Proggram এর তালিকাতে আমরা অনেক খুঁজে ও সেটি বের করতে পারি না। ফলে আমাদের পড়তে হয় বিপাকে। আনেকে কোন উপায় না পেয়ে মাইক্রোসফট অফিস আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে। কিন্তু আনইস্টল করে আবার পুনরায় ইনস্টল করতে সময় ও শ্রম দুটোরই প্রয়োজন। কিন্তু আমরা খুবই সহজে এই কাজটি কোনো রকম নতুন করে ইনস্টল ছাড়াই করতে পারি।


চলুন দেখি কিভাবে ফিরে আনা যায় হারিয়ে যাওয়া প্রোগ্রামটি। প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করুন
এবার All Proggram এর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে open all users এর ক্লিক করুন।

এখানে Programs থেকে প্রয়োজনীয় প্রোগ্রামটি ড্রাগ করে টেনে All Proggram এনে ছেড়ে দিন। ব্যাস আপনার কাজ শেষ। এবার পূর্বের মতোই প্রোগ্রামটি ওপেন করুন স্টার্ট মেনু থেকে।একই নিয়মে অন্য কোনো হারিয়ে যাওয়া প্রোগ্রাম ফিরিয়ে আনা সম্ভব।

 

 


 

Designed by TB

Powered by Blogger