আমরা প্রতিদিনের
বিভিন্ন কাজে মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় আমাদের
অসর্তকতার কারণে মাইক্রোসফট অফিস বা অন্য কোন প্রোগ্রাম All Proggram এর
তালিকা থেকে হারিয়ে যায়। আমরা কন্ট্রোল প্যানেলে হয়ত দেখতে পাই সফটওয়্যারটি
ইনস্টল করা আছে কিন্তু All Proggram এর তালিকাতে আমরা অনেক খুঁজে ও সেটি
বের করতে পারি না। ফলে আমাদের পড়তে হয় বিপাকে। আনেকে কোন উপায় না পেয়ে
মাইক্রোসফট অফিস আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে। কিন্তু আনইস্টল
করে আবার পুনরায় ইনস্টল করতে সময় ও শ্রম দুটোরই প্রয়োজন। কিন্তু আমরা খুবই
সহজে এই কাজটি কোনো রকম নতুন করে ইনস্টল ছাড়াই করতে পারি।
চলুন দেখি কিভাবে ফিরে আনা যায় হারিয়ে যাওয়া প্রোগ্রামটি। প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করুন এবার All Proggram এর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে open all users এর ক্লিক করুন।
এখানে Programs থেকে প্রয়োজনীয় প্রোগ্রামটি ড্রাগ করে টেনে All
Proggram এনে ছেড়ে দিন। ব্যাস আপনার কাজ শেষ। এবার পূর্বের মতোই
প্রোগ্রামটি ওপেন করুন স্টার্ট মেনু থেকে।একই নিয়মে অন্য কোনো হারিয়ে যাওয়া
প্রোগ্রাম ফিরিয়ে আনা সম্ভব।
ConversionConversion EmoticonEmoticon