নেটেলার হচ্ছে
অপটিমাল পেমেন্টস লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান (Sister
Concern)। অপটিমাল পেমেন্টস লিমিটেড ১৯৯৯ সালে স্থাপিত হয়। অপটিমাল
পেমেন্টস লিমিটেড
অনলাইন ব্যাংকিং সেবা দিয়ে থাকে ।
FCA-UK অথোরিটি দারা অনুমোদিত {Regulations 2011 (900015)} এবং ইলেকট্রনিক মানি রেগুলেশন অধীনে অপটিমাল পেমেন্টস লিমিটেড (কম্পানি নং
১০৯৫৩৫সি) একটি বৃহত্তম ইলেকট্রনিকমানি প্রদানকারী প্রতিষ্ঠান ।
নেটেলার দ্রুত
গতিতে, সহজে এবং নিরাপদে টাকা আদান প্রদান এর নিচ্ছয়তা দিয়ে থাকে। এটি
একটি টাকা আদান প্রদানের স্বাধীন ব্যবসা । বছরে তারা বিলিওন বিলিওন ডলার বিবিময় করে
থাকে ।
নেটেলার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, অনলাইন পেমেন্ট প্রচেসর হিসাবে কাস্টমার এবং ব্যবসা প্রতিষ্ঠানের পছন্ধের শীর্ষে রয়েছে এ প্রতিষ্ঠানটি। ২০০ এর অধিক দেশে তারা বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে ।
বিনামূল্যে
নেটেলার Net+ Virtual MasterCard পেতে নির্দেশাবলী গুলো ধাপে ধাপে অনুসরণ করুন । ১. এখানে রেজিস্টার করুন "Joinfor free" বাটন প্রেস করুন।
২. সব তথ্য টিক মত পুরন করুন । আপনাকে ৩ টি সিকিউরিটি প্রশ্ন দিতে হবে ,আর আপনি ৬ অক্ষরে ১ টা পিন কোড পাবেন (সংরক্ষণ করুন)।
৩. মেইল / নেটেলার আইডি ব্যবহার করে এবং আপনার অ্যাকাউন্টে লগিন করুন । এখন আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর পালা ।
আপনার কোন বন্ধু থেকে $৫ বা তার অধিক নিয়ে নিন, অথবা নিচের যেকোনো অপশন থেকে $৫ বা তার অধিক জমা করুন ।
৪. এখন আপনি আপনার নেটেলার অ্যাকাউন্টে ভেরিফিকেশন এর জন্য প্রস্তুত । Account থেকে Verify অপশন এ গিয়ে "Start verification" বাটন এ ক্লিক করুন ।
৫. আপনার ডকুমেন্ট প্রদানকারী দেশ নির্বাচন করুন. এবং পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ওঠবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপলোড করুন. সাধারণত ভেরিফিকেশন এর জন্য ১ দিন সময় লাগতে পারে ।
শেষ
পর্যন্ত আপনি এখন একটি NETELLER Net+
Virtual MasterCard এর মালিক। সারাবিশ্বের যেকোন ওয়েবসাইট এ পে এবং শপিং করতে পারবেন।)।
ConversionConversion EmoticonEmoticon